রবিবার, ০৪ Jun ২০২৩, ১০:৩২ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
সাকিব তার প্রতিষ্ঠিত সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে আজ বৃহস্পতিবার সিরাজগঞ্জের বন্যা কবলিত এলাকায় ত্রাণগুলো পৌঁছে দেওয়া হয়। ত্রাণ প্রদানে সহায়তা করেছে র্যাব।
আজ সন্ধ্যায় সাকিব সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছে সহায়তা করার কথা। বন্যার্তদের অভয় দিয়ে বলেছেন, ‘সহজেই হাল ছাড়বেন না, আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।’
সাকিব বলেন, ‘এমন কঠিন সময়েও মানুষের মুখে হাসি ফোটাতে আমরা চালিয়ে যাচ্ছি নিরন্তর প্রচেষ্টা। প্রিয় সিরাজগঞ্জবাসী, হাল ছাড়বেন না। মনে রাখবেন আমরা আছি আপনাদের সেবায়, আপনাদের পাশে।’