সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:০৯ পূর্বাহ্ন
মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ আশেপাশের বেশ কয়েকটি দেশে সকালে জামাতের মাধ্যমে শুরু হয় ঈদের অনুষ্ঠানিকতা। নামাজ শেষে পশু কোরবানি করছেন বিভিন্ন দেশে ধর্মপ্রাণ মুসলমানরা।
এদিকে, শুক্রবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুরের ৪০ গ্রামে আগাম ঈদ উদযাপন করা হচ্ছে। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা গ্রামের পীর বাড়ির সাদ্রা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সৌদি আরবে ঈদ। তাই মাদ্রাসাসহ চাঁদপুরের ৪০ গ্রামে প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল আজহা অনুষ্ঠিত হচ্ছে।
এ ছাড়া পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, শরীয়তপুর ও চট্টগ্রাম জেলার কয়েকটি স্থানে মাওলানা ইছহাক খানের অনুসারীরা একদিন আগে আজ ঈদ উযাপন করেন।