শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বিজয়নগর উপজেলা প্রশাসন।
জেলাপ্রশাসক হায়াত উদ দৌলা খান এর নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার বিজয়নগর – কে এম ইয়াসির আরাফাত এর তত্ত্বাবধানে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ইউনিয়নের মনিপুর নামক স্থানে এ অভিযান পরিচালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের সাথে বিজয়নগর উপজেলার দূরত্ব কমিয়ে আনতে সদর আসনের এমপি উবায়দুল মোকতাদির চৌধুরীর উন্নয়নের ফসল এ সড়ক। প্রধানমন্ত্রীর নামে এর নামকরণ করা হয়( শেখ হাসিনা সড়ক)
এ সড়কের জায়গা দখল করে অবৈধভাবে গরুর খামার গড়ে তোলেন আতকাপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে লিলু মিয়া। অবৈধভাবে রাস্তা দখল করে গড়ে তোলা গরুর খামার এ বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করেন স্থানীয় জনসাধারণ। উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা যাচাই করে সত্যতার প্রমাণ পায়।
আজ সোমবার ১০ ই আগস্ট সকাল ১১ টায় অবৈধভাবে গড়ে তোলা গরুর খামার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহবুবুর রহমান। এ উচ্ছেদ অভিযান কালে উপস্থিত ছিল স্থানীয় চেয়ারম্যান কামরুজ্জামান রতন জনপ্রতিনিধি এবং এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।