শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সদরের গোকর্ন এলাকা থেকে ১১৭০০ প্যাকেট আতশবাজি সহ দুইজন চোরাকারবারিকে আটক করেছে র্যাব -১৪ ,সিপিসি ৩,ভৈরব ক্যাম্প ।
আটককৃতরা হলেন ১-সদর থানার কান্দিপাড়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে মো-সাগর মিয়া(৩০)।২-কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার গোপালনগর গ্রামের মো:-মানিক সরকারের ছেলে শাকিল সরকার(২০)বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের এ/পি দাতিয়ারা সাঈদ সরকারের বাড়ির ভাড়াটিয়া ।
বুধবার (১২ আগষ্ট)৩ টায় সংবাদ বিজ্ঞপ্তিতে জানাযায়-গতকাল মঙ্গলবার ( ১১ আগষ্ট ) ৬.৪৫ মি গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ জুবায়ের ও উপ পরিচালক চন্দন দেবনাথের নেতৃত্বে র্যাব সদস্যরা সদর থানাধীন গোকর্ন বাজারের স্টীলটেক জনপ্রিয় থাইএ্যালুমিনিয়াম এন্ড গ্লাস স্টোর এর সমনে এ অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃতদের থেকে ১১৭০০ প্যাকেট বিদেশী আতশবাজি জব্দ করা হয় । এর আনুমানিক বাজার মূল্য প্রায় ৫.৮৫০০০/-টাকা ।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন ।