শুক্রবার, ২৬ মে ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আনোয়ার মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত আনোয়ার মিয়া একই উপজেলার সিংগারবিল ইউনিয়নের মেরাশানী গ্রাসের মোসলেম মিয়ার ছেলে ।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে ৭.১৫ মি-উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ি সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজে শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ঢাকাগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক্টরের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের হেলপার আনোয়ার মারা যান। এ ঘটনায় ট্রাক্টরের চালক ইয়াছিন মিয়া গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়
হাটি হাতা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। কাভার্ড ভ্যানটিকে আটক করা হয়, গাড়ি নং ঢাকা মেট্রো- অ-০৩৭৮ — এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।