শনিবার, ২৭ মে ২০২৩, ০২:১১ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়ন পরিষদে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদে আউলিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা নুরুল হকের কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল খাঁনের সঞ্চালনায় এবং চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই মাষ্টার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক জাহাঙ্গীর মৃধা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাহার ভূইয়া, কৃষি বিষয়ক সম্পাদক ফালু গাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আহসান হাবিব সোহেল, উপজেলা সজীব ওয়াজেদ জয় পরিষদের সাধারণ সম্পাদক অভি হক মানিক, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম ভূইয়া, সহ-সভাপতি মাহমুদুল হাসান হেলন, যুগ্ন সম্পাদক নাজমুল হাসান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবেদ আহম্মেদ, সাধারণ সম্পাদক সাগর সিরাজীসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২,০০০ ( দুই হাজার ) ফলজ, বনজ, ঔষধী, গাছের চারা ইউনিয়নের সকল স্কুল এবং জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়।