রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৪৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের, হরষপুর – খেয়াঘাট বাজারের রাস্তার মধ্যখানে হরষপুর মির্জাপুর সড়কের উপর দাঁড়িয়ে আছে বিপদজনক বৈদ্যুতিক খুঁটি, নিয়ে সংবাদ প্রচারের পর ,জেগে উঠেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি।সংবাদ প্রকাশের পর রাস্তার মাঝে বৈদ্যুতিক খুঁটি অপসারণ করেন।
সরেজমিনে দেখাযায়,বিজয়নগর উপজেলা পরিষদের সামনে দিয়ে বহমান মির্জাপুর – হরষপুর রাস্তা। হরষপুর খেয়াঘাট বাজারে মধ্যে ১২ ফুট প্রস্থের পিচ ঢালা সড়কটির ঠিক মধ্যখানে দীর্ঘ ২০ বছর যাবত ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি বসানো ছিল। অতি সতর্কতার সাথে যান চলাচল করতে হতো
স্থানীয় জনসাধারণ, যানবাহন ড্রাইভার, রিক্সা চালক বলেন,গত প্রায় ২০ বছর যাবৎ ঝুকিপূর্ণ অবস্থায় বিপদজনক খুঁটি , বৈদ্যুতিক তার মাথায় নিয়ে সোজা হয়ে রাস্তার মধ্যেখানে দাড়িয়ে আছে- এখানে চোখের সামনে অসংখ্যর্ দুঘর্টনা দেখতে হয়েছে। এখানে প্রায়ই ছোটবড় দুঘর্টনা ঘটে থাকে।
ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির, বিজয়নগর সাব জোনারেল এজিএম মোঃ সোহানুল ইসলাম জানান,জনগণ দুঘর্টনায় পতিত হোক তা আমাদের কাম্য না । পল্লী বিদ্যুৎ সমিতি সড়কের উপর কোন খুঁটি স্থাপন করে না। সংবাদ প্রকাশে, খবর জানতে পেরে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে বৈদ্যুতিক খুটি সরানোর ব্যবস্থা গ্রহণ করি ।