মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:২০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট করে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে পরিবেশ নষ্ট করায় বালুমহাল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ভঙ্গ করে অবৈধভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলন করে পরিবেশের ক্ষতি করয় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।
আজ বিকেল ০৫.০০টায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান উপজেলার পাহাড়পুর ইউনিয়ন এ অভিযান পরিচালনা করেন,
এ সময় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মোঃ সেলিম মিয়াকে নগদ ৫০.০০০ ( পঞ্চাশ) হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন এবং সর্বোচ্চ সতর্কতা বাণী শোনান।
এ সময় দুটি অবৈধ ড্রেজার বিধি মোতাবেক জব্দ করে বিকল করে দেওয়া হয়।