রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৪৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার বসত ঘরের খাটের নিচ থেকে শিপা আক্তার (১৪) ও কামরুল হাসান (১০) নামের দুই ভাই বোনের গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত দুজনই সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার সন্তান।
সোমবার (২৪ আগস্ট )২০২০ ইং, খবর পেয়ে রাত ১০টার দিকে উপজেলার সলিমাবাদ গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন-উপজেলার সলিমাবাদ ইউপির সলিমাবাদ এলাকার সৌদিফেরত কামাল উদ্দিনের ছেলে কামরুল ইসলাম (১০) ও মেয়ে শিফা আক্তার (১৪)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ গ্রামের ব্রিজ সংলগ্ন সৌদি ফেরত প্রবাসী কামাল মিয়ার মেয়ে শিপা আক্তার (১৪) বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী এবং ছেলে সলিমাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র কামরুল হাসান(১০)কে আজ বিকেল থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে মা হাসিনা আক্তার মেয়েকে ( শিপাকে ) রান্নাঘরে রেখে ছেলের সন্ধ্যানে বেড়িয়ে যান।, পরে ছেলের সন্ধ্যান না পেয়ে বাড়ীতে ফিরে এসে দেখেন মেয়ে নিখোঁজ। পরে বসত ঘরের খাটের নীচে তাদের গলাকাটা রক্তাক্ত লাশ, তা দেখতে পেয়ে তিনি (মা) সংজ্ঞা হারান।
এই বিষয়ে ওসি সালাহ উদ্দিন চৌধুরী জানান,
কামরুল ও শিফার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।