রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মহিলাদের আত্মনির্ভরশীল করার লক্ষ্যে বিজয়নগর উপজেলা পরিষদ এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে ২০জন নারীকে ১৫ দিন নারী সৌন্দর্যায়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।
৯ আগষ্ট ২০২০ ইং এ ব্যতিক্রম ধর্মী প্রশিক্ষণ উদ্বোধন হয়ে, অাজ সোমবার ২৪ আগষ্ট সকাল ১১.০০ টায় প্রশিক্ষণ কর্মশালার৷ সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাপনী অনুষ্ঠানে, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো আল মামুন, এর সঞ্চালনায়, উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান জনাব- সাবিত্রী রাণী সাথী এর সভাপতিত্বে,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম. ইয়াসির আরাফাত, এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণার্থীরা স্বাবলম্বী হয়ে নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব মোঃ মাহমুদুর রহমান মান্না, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীগণ ও অন্যান্য।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে, সম্মানী ও সনদপত্র বিতরণ করা হয়।