বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক নির্মূল অভিযান পরিচালনা করে র্যাব- ১৪,সিপিসি ৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা ।
আটককৃতরা হলেন উভয়েই, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর গ্রামের ১। মৃত মজনু মিয়ার ছেলে মো: জিলানী মিয়া ( ২৮ ) ২।মৃত মোশারফ হোসেনের ছেলে আলেজ মিয়া ( ৫০ )
আজ ২৭ আগষ্ট ২০২০ ইং বৃহস্পতিবার ১২.৩০ মি, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দীন জুবায়ের , ও স্কোয়াড কমান্ডার উপ পরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্তে একটি বিশেষ দল উপজেলার বুধন্তী ইউনিয়নের সাতবর্গ এলাকায় অভিযান পরিচালনা করে ,
এ সময় গাড়ী নং- ঢাকা মেট্রো-ন-১৪-৩৮২০ পিকআপটি তল্লাশী করে আটককৃতদেও কাছ থেকে মাদকদ্রব্য ২৬.৫ কেজি গাঁজা সহ পিকআপটি জব্দ করেন । জব্দকৃত আলামতের আনুমানিক বর্তমান বাজার মূল্য ১২,৯৫০০০।= টাকা
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বিজয়নগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।