বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় – মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আর ১৪, সিপিসি ৩ ভৈরব রেব ক্যাম্পের সদস্যরা।
আটককৃতরা হলেন – ১। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার চন্ডিবের গ্রামের মৃত ফয়েজ মিয়ার ছেলে হেলাল মিয়া ( ৪০ ) ২। কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের আঙ্গুর মিয়ার ছেলে শাহাদাত হোসেন ( ২০) ৩। ব্রাহ্মণবাড়িয়া জেলার আহরা উপজেলার আখাউড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে মিন্টু মিয়া ( ৩০) ৪। সাতপাড়া গ্রামের আয়নাল হকের ওয়াজির ছেলে আশরাফুল ইসলাম সোহাগ ( ৩৫).
বুধবার ২৬ আগস্ট ২০২০ ইং গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭.৫০ মিনিটে ভৈরব রেব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন জুবায়ের স্কোয়ারড কমান্ডার উপপরিচালক চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি বিশেষ দল উপজেলার গোলচত্তর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের ওপর তাৎক্ষণিক তল্লাশি চৌকি স্থাপন করে তল্লাশি করতে থাকেন, তল্লাশিকালে পূর্বের সংবাদ প্রাপ্ত পিকআপটি তল্লাশি চৌকি এর নিকট আসলে থামানোর সংকেত দিলে পিকআপ ভ্যানটি না থামিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু পালাতে পারেনি আটককৃত পিকআপটি তল্লাশি করে অভিনব কায়দায় গাড়ির ইঞ্জিন কভার এর নিচে বিশেষ কায়দায় ইঞ্জিনের ফাঁকে ফাঁকে লুকিয়ে রাখা মাদক ২৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৪.৪০০/- টাকা সহ ব্যবহৃত পিকআপটি জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের আনুমানিক বর্তমান বাজার মূল্য ১৯,৫৪,৪০০/- টাকা
ধৃত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।