বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার জেলার আশুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল সহ দুই জনকে আটক করেছে আশুগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বিকেলে ৫.৪৫ টায় সৈয়দ নজরুল ইসলাম সেতরু টোল প্লাজা এলাকায় ঢাকা – সিলেট মহাসড়কের উপর থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- ১ । নেত্রকোনা জেলার, পূবধলা উপজেলার,হাটধলা গ্রামের ,রতন বনিকের ছেলে রাজিব বনিক (২১), ২। মুন্সীগঞ্জ জেলার ,সদর উপজেলার ,টঙ্গীবাড়ী গ্রামের সালাহউদ্দীনের স্ত্রী মোছা – হোসনেয়ারা ।
আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়- গতকাল শুক্রবার ২৮ আগষ্ট ২০২০ ইং গোপন সংবাদে জানতে পারে সীমান্তবর্তী এলাকা থেকে মোটর সাইকেল যোগে চোরাকারবারীরা মাদাক নিয়ে ঢাকা অভিমুখে আসছে এ তত্তের ভিত্তিতে আশগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাবেদ মাহমুদের দিক নির্দেশনায় এস আই মমিত শুভ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম টোল প্লাজাএলাকায় ঢাকা- সিলেট মহাসড়কের উপর অবস্থান নেয় ও গাড়ী আটকিয়ে তল্লাশী করতে থাকে , সন্দেহভাজন সাইকেলটি টোলপ্লাজায় আসলে সংকেতে থামনো হলে ,মোটর সাইকেল আরোহীদের ব্যাগ তল্লাশী করে ২ কেজি ৫০০ গ্রাম গাজা সহ মোটর সাইকেলটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয় ।
এ বিষয়ে আশূগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো- জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায় আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রচলিত ধারায় মামলা করা হয়েছে ।