বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

রাহ্মণবাড়িয়ায় চোলাই মদসহ আটক ১০ ।

ব্রাহ্মণবাডিার সদরের মাদক নির্মূল অভিযান পরিচালনা করে র‌্যাব ১৪, সিপিসি ৩ , ভৈরব ক্যাম্পের সদস্যরা, মাদকের ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষা করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক করে।

র‌্যাবের তথ্য সূত্রে জানা যায় – তাহারা হলেন জেলা সদর পৌরসভার- ১। পাইকপাড়ার মৃত চন্দ্রমোহন দেবনাথের ছেলে মদন দেবনাথ ( ৫৮ ) ২। কাজীপাড়া মালিবাগের মৃত ধীরেন্দ্র মল্লিক এর ছেলে অশোক কুমার মল্লিক ( ৪০ ) ৩ । ভাদুঘর ঋষিপাড়ার মৃত বারো দাস ঋষির ছেলে বড়দা ঋষি ( ৪২ ) ৪ । ভাদুঘর ঋষিপাড়ার মৃত লালমনি ঋষির ছেলে অনিল ঋষি ( ৫২ ) ৫ । ভাদুঘর ঋষিপাড়ার কৃষ্ণ ঋষির ছেলে ভবতষ ঋষি ( ৩৬) ৬ ৷ ভাদুঘর ঋষিপাড়ার রামচন্দ্র ঋষির ছেলে চন্দন ঋষি ( ৪৬ ) ৭। কান্দিপাড়ার মৃত আবদুল আলিম মিয়ার ছেলে শরিফ মিয়া ( ৩৮ ) ৮। দাঁতিয়ারার হাজী আবু আহমেদ এর ছেলে মোঃ সাইদুল ইসলাম ( ৩৫) ৯। ভাদুঘর ঋষিপাড়ার মৃত জগদীশ ঋষির ছেলে শংকর ঋষি ( ৩০ ) ১০। ভাদুঘরের কাজী আলিম এর ছেলে কাজী জহিরুল ( ৩০ )।

শুক্রবার ২৮ আগস্ট ২০২০ ইং রাত ৮.৩০ মি. গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন জুবায়ের ও স্কোয়াড কমান্ডার উপ-পরিচালক মোঃ বেলায়েত হুসাইন এর নেতৃত্বে একটি বিশেষ দল জেলা সদর পৌরসভার দাতিয়ারা এলাকার ও বাংলাদেশ টেলিভিশনের উপ সম্প্রচার এলাকার হরিজন পল্লীতে এ অভিযান পরিচালনা করেন, এ সময় আটককৃতদের কাছ থেকে ৬ টি প্লস্টিকের ড্রামে ৭০ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

ধৃত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাডড়িয়া জেলার সদর থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়