বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:০৪ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নূর-এ-আলম।
মঙ্গলবার ১ আগস্ট ২০২০ দুপুর সময় প্রায় ১২ টা এ অভিযান পরিচালনা করেন।
আখাউড়া নারায়নপুর ইসলামিয়া বেকারি, মেয়াদ উত্তীর্ণ খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখায় বেকার এর মালিক মোঃ বাইজিদ মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে ১০,০০০/- টাকা জরিমানা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম ,
এ বেকার এর বিরুদ্ধে জুনাইদ (১২) নামের এক শিশু নির্যাতনের অভিযোগ উঠে, বেকারিতে কাজ করার সময় বিস্কুট খাওয়ার অপরাধে লোহার রড দিয়ে শিশু শ্রমিককে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার ঝড় উঠে। এক খবর প্রশাসনের নজরে আসে।
আখাউড়া উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-ই আলম ঘটনাস্থলে ছুটে যান,এবং বেকারিতে
গিয়ে দেখা যায় আরও দুইটি শিশু কাজ করছে। শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে পরর্বর্তী নির্দেশ না দেওয়ার পর্যন্ত বেকারি সীলগালা করে দেওয়া হয়েছে। তিনি জানান, শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শিশু শ্রমিককে নির্যাতনের বিষয়ের জন্য
বেকারির মালিক বায়েজিদ থানায় নিয়ে আসা হয়।
জুনাইদ জানায় বেকারির মিস্ত্রি সাবু এবং মালিক বায়জিদ আমাকে লোহার রড দিয়ে আমার শরিরের বিভিন্ন যায়গায় আঘাত করে।
নির্যাতনের বিষয়ে অভিযুক্ত ইসলামিয়া বেকারির মালিক বায়েজিদ আহাম্মদ অস্বীকার করে বলেন, ওই শিশুটিকে আমি মারিনি। বেকারির মিস্ত্রি সাবু মেরেছে। সে পালিয়ে গেছে।
এ কোর্ট পরিচালনা করার সময় সার্বিকভাবে সহযোগিতা করেন আখাউড়া থানা পুলিশ ।
এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ আরও উপস্থিত ছিলেন আখাউড়া থানা অফিসার ইনচার্জ রসুল আহাম্মদ নিজামী।