রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সড়কের পাশ থেকে এক অজ্ঞাত নবজাতক শিশু উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) রাত প্রায় ৯ টার দিকে পৌরসভার ভাদুঘর এলাকার রাস্তার পাশ থেকে নবজাতক শিশুকে উদ্ধার করা হয়।
স্থানীয় ভাদুঘর গ্রামের আল আমীন মিয়া জানান, রাতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশু কান্নার শব্দ শুনে কাছে গিয়ে চোখে পড়ল কাপড়ে মোড়ানো একটি কন্যা শিশু কাঁদছে। তিনি শিশুটিকে উদ্ধার করে ভাদুঘর পুলিশ ফাঁড়ির পুলিশকে অবগত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কে বা কারা শিশুটিকে রাস্তার পাশে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। শিশুটির চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন বলেন, শিশুটির অবস্থা আশংকাজনক। ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।
জেলা সদরের ভাদুঘর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, অজ্ঞাত পরিচয় শিশুটিকে উদ্ধার করা হয়, শিশুটি বর্তমানে জেলা সদর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে, পরিবারের খোঁজ পেলে শিশুটিকে তাদের হাতে তুলে দেওয়া হবে।