বুধবার, ৩১ মে ২০২৩, ০৬:৫৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় উন্মুক্ত চুড়ি হাতে নিয়ে পুলিশের উপর হামলা চালায় এক যুবক।
সে পৌরসভার উত্তর মোবাইলের তার নাম মোবাশ্বের ( ৩০) বলে জানাযায়।
আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২০ বিকাল প্রায় ০৫.০০ টায় উন্মুক্ত ছুরি হাতে সে হামলা চালায়। এসময় ওসি তদন্ত শাহজাহান সহ আরো এক কনস্টেবল আহত হয়েছেন, থানার ভিতরে হামলা শেষে আরও সাত-আটজন পুলিশ কনস্টেবল কে ধাওয়া করে তাহারা আতঙ্কিত হয়ে থানার বাইরে ছুটে আসেন , এসময় উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় প্রায় ২ মিনিট পর পথচারীদের সহায়তায় তাকে থানার বাহিরের রাস্তা থেকে আটক করতে সক্ষম হন,
অভিযুক্ত মোবাশ্বেরকে দেখে ধারণা করা হচ্ছে, সে মাদ্রাসায় পড়ুয়া। তার পরনের পাঞ্জাবী মুখে দাড়ি মাথায় টুপি রয়েছে।
এ বিষয়ে সদর থানার ওসি ( অপারেশন ) ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, অভিযুক্ত আটক করা হয়েছে তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌবাইলে। কি কারনে সে থানার ভেতরে পুলিশের উপর হামলা চালিয়েছে এ বিষয়ে এখনও স্পষ্ট নয় তদন্ত সাপেক্ষে এর বিস্তারিত পরে জানানো হবে।