রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৪৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড মোড়ে ছুরিকাঘাতে ফল ব্যবসায়ী তারেক মিয়া (১৫) নামের এক জন নিহত হয়েছে।
নিহত তারেক মিয়া সদর উপজেলার বুদল ইউনিয়নের নন্দনপুর গ্রামের আব্দুস সোবহান মিয়ার ছেলে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান। খাটিহাতা গ্রামের আজগর মিয়ার ছেলে জাকির মিয়া (৩০) ও তারেক মাওলানা বোরহান উদ্দিনের মার্কটের সামনের রাস্তায় ছামিয়ানা ঝুলিয়ে দীর্ঘদিন ধরে ফল বিক্রি করছে। সোমবার বিকেলে এক ক্রেতা তারেকের দোকানে ফল কিনতে আসলে পাশের দোকানদার জাকির হোসেন ওই ক্রেতাকে তার দোকানে যেতে ডাকাডাকি শুরু করেন। এ নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও পরে হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জের ধরে জাকির ক্ষিপ্ত হয়ে তারেকের উপর ধারালো ছুরি নিয়ে হামলা করে এক পর্যায়ে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। আশেপাশের লোকজন তারেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারেক মারা যায়।
পুলিশ খুনিকে গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালাচ্ছে।
সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহত কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।