রবিবার, ২৮ মে ২০২৩, ০৫:৫০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় রাজস্ব বাজেটের আওতায় বর্ষায় প্লাবিত উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ করা হয়।
মাছে-ভাতে বাঙালি’। মাছ একটি প্রোটিন সমৃদ্ধ বা উত্কৃষ্ট আমিষ জাতীয় খাবার।একথা সাথে আমরা পরিচিত সবাই কিন্তু বর্তমানকালে মানুষ বৃদ্ধির সাথে সাথে দেশে মাছের আকাল দেখা দিয়েছে। দেশের মানুষের আমিষের ঘাটতি লাঘবের জন্য সরকারের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে দেশের আপামর জনগণ এরই ধারাবাহিকতায়।
বুধবার ২ সেপ্টেম্বর ২০২০ ইং সকাল ১১.০০ টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলার বড়বাজার ঘাট প্রাঙ্গণে তিতাস নদীতে, পোনামাছ অবমুক্তকরণ করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ভূঁইয়া, জেলা মৎস্য কর্মকর্তা তাজমহল বেগম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো : নূর এ আলম
।
এসময় ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানা বেগম,প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: কামাল বাশার, উপজেলা মৎস্য কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) আব্দুস সালাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফসানা পারভীন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম ,ও অন্যান্য এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
উপজেলা মৎস্য কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) আব্দুস সালাম জানান, ৩২৩ কেজি বিভিন্ন প্রজাতির পোনা – তিতাস প্লাবনভূমি, উপজেলা প্রশাসন পুকুর, থানা পুকুর, ফায়ার সার্ভিস পুকুর, কাস্টমস পুকুর, সহ বিভিন্ন জলাশয়ে উন্মুক্ত করা হয়।