শুক্রবার, ২৬ মে ২০২৩, ০২:১৭ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঠাৎই বিস্ফোরণ। এতে মসজিদের ভেতর থাকা ৬ এসি, দুমড়ে মুচড়ে গেছে।জানালার কাঁচ সব ভেঙে গেছে, সিলিং ফ্যানগুলোর পাখা বাকা হয়ে গেছে। । জানালায় থাকা থাই গ্লাসগুলো ভেঙ্গে গেছে।ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পুরো মসজিদের ভিতর । এতে বহু হতাহতের আশঙ্কা করছেন স্থানীয়রা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর)২০২০ইং রাতে এশার নামজ আদায় কালে এ দুর্ঘটনা ঘটে।
হুড়োহুড়ি কওে মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করে অনেকে আহত হয়েছেন।তাহারা স্থানীয় মেডিকেলে ও সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। বেশিরভাগ মুসল্লীর শরীর ঝলসে গেছে মুসল্লীরা যন্ত্রনায় কাতরাচ্ছেন । তাদের সবাইকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ঢাকায় পঠানো হয়েছে।
নারায়নগঞ্জের স্থানীয়রা জানান, এশার নামজ আদায় কালে (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনয় বহু মুসল্লীর শরীর ঝলসে গেছে,এদের কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক এদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । ঝলসে যাওয়া মুসল্লীদের রক্তের প্রয়োজন হতে পারে রক্ত দানে এগিয়ে আসার জন্য দেশের সকলের প্রতি আহ্বান জানান ।