শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়র আশুগঞ্জ উপজেলায়, মাদকের ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষা করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে দেশের অহ্কংার র্যাব সদস্যরা, এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ২ জনকে আটক করে।
আটককৃতরা হলেন ১। ওবায়দুল হক (২৫), পিতা-হোসেন আলী ফকির, সাং-ভোরের চর,(জাফর মন্ডোলেরপাড়া) থানা-কোতয়ালী, জেলা-ময়মনসিংহ, ২। নান্নু মিয়া (২৬) পিতা-ফুল মিয়া, সাং-জিপুয়া, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
শুক্রবার ০৫-০৯-২০২০ ইং তারিখ ২০.১০ ঘটিকা অভিযান পরিচালনা করে র্যাব ১৪, সিপিসি ,৩ ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক বিশেষ দলএ অভিযনে অংশ নেয় ।
ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ হতে সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে পিকআপ যোগে ঢাকা সহ বিভিন্ন এলাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী বাড়ানো হয় এবং উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন, পূর্বে সংবাদ প্রাপ্ত পিকআপটি তল্লাশী করে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ২৫ কেজি গাঁজা, মাদক বিক্রর নগদ ২,৮০০ টাকা ,ও ব্যবহৃত পিকআপ নং ঞঅঞঅ ঢাকা মেট্রো-ন-১৫-৫৪৭৯ , জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ১৫,৫০,০০০।= টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।