বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়ায় বখাটে ইমনকে আটক করল পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের দক্ষিণ পৈরতলায় ভাড়া বাসা থেকে পৌর শহরের সরকার পাড়ার সেন্ট্রাল রেসিডেন্সিয়াল স্কুলের ৮ম শ্রেনীতে পড়াশোনা করেতো জনৈক ছাত্রী।

পৈরতলায় এলাকার মৃত দুলু মিয়ার ছেলে ইমন ( ৩৫ ) উক্ত ছাত্রীর উপর ইমনের কুদৃষ্টি পারে এবং তাকে পথিমধ্যে উত্ত্যক্ত করত,

এ ঘটনায় ছাত্রী তার নিজ পরিবারবর্গকে জানায়। পরিবার বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানান,

স্কুলের প্রধান শিক্ষক বাপ্পি আহমেদ বলেন, প্রায় এক মাস আগে ছাত্রীর পরিবার ঘটনাটি আমাদের অবহিত করে । প্রধান শিক্ষক স্থানীয় পৌর কাউন্সিলরকে জানাতে বলেন।

ছাত্রীর পরিবার পৌর কাউন্সিলরকে অবহিত করার পরও কোনো প্রতিকার পাননি।

মেয়ের ইজ্জত ও নিরাপত্তার অভাব চিন্তা করে ওই স্কুল ছাত্রীর পরিবার তাদের ভাড়া বাসা বদল করে অন্যত্র চলে যায়। বখাটে ইমন পিছু ছাড়তে নারাজ, তার বাসা খুঁজে বের করে ছাত্রীর বাসার সামনে এসে বসে থাকে। এ ঘটনায় তার বাবা-মা তীব্র প্রতিবাদ জানায় এতে ইমন ক্ষুব্ধ হয় ও নানাবিধ হুমকি প্রদান করে।

আজ শনিবার ৫ সেপ্টেম্বর ২০২০ইং দুপুরে ওই স্কুল ছাত্রীর মা তাদের পুরাতন বাসা এলাকার একটি দোকানে পুরাতন হিসাব নিকাশ ও মালামাল আনতে যায়। এসময় বখাটে ইমন ওই স্কুল ছাত্রীর মাকে পথিমধ্যে পেয়ে পায়ের জুতা খুলে মারধোর করে আহত করে। মর্মাহত এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে, বেশ কিছু স্বনামধন্য নিউজ পোর্টালের নিউজ হয় এবং ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুকে এর প্রতিকার চেয়ে পোস্ট প্রদান করা হয়।

ধান্দাবাজি ছেড়ে নিজের লেখার চেষ্টা করুন

উক্ত ঘটনা প্রশাসনের নজরে আসে এবং

বিকেলে শহরের দক্ষিণ পৈরতলার মাজার, শেখ জালাল মাজার গেইট এলাকার একটি সমিল থেকে বখাটে ইমনকে আটক করে পুলিশ।
বখাটে ইমনকে দ্রুত আটক করা এলাকাবাসী

পুলিশের এমন দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, ঘটনা খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে আটক করেতে সক্ষম হয়েছে সদর মডেল থানা পুলিশ। এই ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদি হয়ে অভিযোগ দায়ের করেছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়