শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়র আশুগঞ্জ উপজেলায়, মাদকের ভয়াল ছোবল থেকে দেশকে রক্ষা করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে দেশের অহ্কংার র্যাব সদস্যরা, এরই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করে র্যাব।
ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক বিশেষ দলএ অভিযনে অংশ নেয় ।
ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত হবিগঞ্জ জেলার মাধবপুর এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে প্রাইভেটকার যোগে মাদকদ্রব্যের ০২টি বড় চালান ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে।
উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী বাড়ানো হয় এবং উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়কের উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন,
আজ রবিবার ০৬-০৯-২০২০ ইং তারিখ ০৬.০০ ঘটিকা অভিযান পরিচালনা করে র্যাব ১৪, সিপিসি ,৩ ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা ।
আটককৃতরা হলেন ১। সুজন (২০), পিতা-আঃ জাহের মিয়া, সাং-কমলপুর, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। নুর মোহাম্মদ (৩৮), পিতা-আব্দুল হালিম মাতবর, সাং-মোস্তফাপুর, থানা ও জেলা-মাদারীপুর।
পূর্বে সংবাদ প্রাপ্ত প্রাইভেটকার নং ঞড়ুড়ঃধ ঢাকা মেট্রো-গ-১৭-৪৩৯৭ তল্লাশী চৌকির নিকট আসলে থামিয়ে তল্লাশী করে ০৮ কেজি গাঁজা সহ প্রাইভেটকারাটি জব্দ করা হয়।
আজই আবার ,পূর্বে সংবাদ প্রাপ্ত আবার গাড়ী তল্লাশী করতে থাকলে ০৬.৪৫ ঘটিকার সময় ৩। সেলামতুল্লাহ (৩৬), পিতা-আলী আকবর, সাং-বিনাইর চর, থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ, ৪। রুপচাঁন (৩৮), পিতা-গৌরঙ্গ চন্দ্র দাস, সাং-সাওঘাট, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দ্বয়কে আটক করা হয় ।
তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা সহ প্রাইভেটকার ঞড়ুড়ঃধ ঢাকা মেট্রো-গ-২৯-৬৫৩২ জব্দ করা হয় ।
সর্বমোট ৮ কেজি গাজা + ৯ কেজি গাজা = ১৭ কেজি গাজা ও ২ টি প্রাইভেটকার জব্দ করা হয় ।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ২০,১০,০০০/- টাকা
ধৃত আসামীর বিরুদ্ধে আশুগঞ্জ থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।