শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরষপুর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), বিজয়নগর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান।
৭ সেপ্টেম্বর ২০২০ ইং দুপুর ১২.০০ টা হতে অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষার্থে বিজয়নগর উপজেলার হরষপুর বাজারসহ বিভিন্ন স্থানে বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারি নির্দেশ অমান্য করে পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ০২টি মামলায় ০২ জনকে ৬০০০ টাকা এবং মাস্কবিহীন অবস্থায় বাইরে চলাফেরা করায় সংক্রামক রোগ( প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এ ০১টি মামলায় ০১ জনকে ৫০০ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন করেন সহকারী কমিশনার(ভূমি), বিজয়নগর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুবুর রহমান।
এ আদালত পরিচালনাকালে সার্বিক সহযোগিতা প্রাদান করেন বিজয়নগর থানা পুলিশ ।
এসময় তিনি উপস্হিত জনসাধারণকে মাস্ক পরিধান করার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করেন ও হতদরিদ্র পথচারীদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন।
এসময় সহকারী কমিশনার(ভূমি) জনাব মোঃ মাহবুবুর রহমান বলেন- জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।