শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলার, ভৈরব উপজেলার ,ঘোরাকান্দা গ্রামের মৃত আলি আকবরের ছেলে হত্যা মামলার আসামী সানি ( ২৮) কে আটক করতে সক্ষম হয়েছে র্যাব ।
৭ সেপ্টেম্বর , সোমবার ২০২০ ইং র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের গোয়েন্দা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল, হত্যা মামলার এজাহার নামীয় আসামী সানি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ঘোড়াকান্দা এলাকায় অবস্থান করিতেছে, অনতিবিলম্বে ছুটে গিয়ে উপজেলার ঘোরাকান্দাস্থ খাজা গরীবে নেওয়াজ ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী সানিকে গ্রেফতার করে এবং তাকে তল্লাশি করে ১৪৫ পিছ ইয়াবা সহ মাদক বিক্রির নগদ ২৭,০০০।= টাকা উদ্ধার পূর্বক জব্দ করে । ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় আরো একটি মাদক মামলা দায়ের হয়েছে।
জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৮৫,০০০/- টাকা।
উল্লেখ্য – গত ০৬/০১/২০২০ ইং তারিখ পূর্ব শত্রæতার জের ধরে মোঃ সোহাদ মিয়া (৪৬), পিতা-মৃত খালেক মিয়া, সাং-পঞ্চবটি, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ’কে সানি(২৮), পিতা-মৃত আলী আকবর, সাং-ঘোড়াকান্দা, থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ’সহ ০৭ জন মিলে এলো পাথারী মারপিট করে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরবর্তীতে ভিকটিম মোঃ সোহাদ মিয়া ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃতবরণ করে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে ভৈরব থানায় ভিকটিমের মেয়ে সখি (২২) বাদী হয়ে মামলা দায়ের করেন।