বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:৩৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং কালাছড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অতিরিক্ত শ্রেণী কক্ষ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিরহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
আজ ৯আগস্ট ২০২০ ইং বুধবার দুপুরে উপজেলা কমপ্লেক্সের সামনে এই কাজের প্রতিকী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান -নাছিমা লুৎফর রহমান এবং বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার – কে এম ইয়াসির আরাফাত,সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাহবুবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মাহমুদুর রহমান মান্না,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকতা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও আরো অন্যান্য ব্যক্তিবর্গ।
এবং আজ সকালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নে “লক্ষীমুড়া উচ্চ বিদ্যালয়ের বন্যা আশ্রয় কেন্দ্র ” নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঘুরে দেখেন ও তার খুঁজ খবর নেন।