শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব কেএম ইয়াসির আরাফাত বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
অাজ ১০ সেপ্টেম্বর ২০২০ ইং বৃহস্পতিবার দুপুর ১২.০০ টা হতে বিজয়নগর উপজেলার ১নং বুধন্তি ইউনিয়ন পরিষদ ও ২নং চান্দুরা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এসময় তিনি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্য সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার এর উদ্যোক্তাদের সাথে মতবিনিময় করেন ও ইউনিয়ন পরিষদ এর বিভিন্ন গৃহিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন ও বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রান্তিক কৃষকদের বিনামূল্যে সরকারি উন্নতমানের বীজ বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব খিজির হোসেন প্রামাণিক , সহকারী কৃষি কর্মকর্তাগন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।