বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম গোয়েন্দা টিম, চট্টগ্রাম মহানগরীর কাজীরদেউরী মোড়ে অভিযান চালিয়ে আবুল হোসেন (২৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে, সে মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানার, পশ্চিম শিমুলীয়া গ্রামের, লাল মিয়ার ছেলে ।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ ১১.৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কাজীরদেউরী মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । তার কথাবার্তা অসংলগ্ন হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি স্বীকার করে যে,সে স্কচটেপ মোড়ানো ছোট পোটলায় ৭০০/- ইয়াবা সেবন করেছে। ইয়াবার পোটলা গুলো তার পাকস্থলীতে রয়েছে। অতঃপর আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দাযের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। অতঃপর দীর্ঘ ৪৮ ঘন্টা পর চিকিৎসার মাধ্যমে তার পাকস্থলী হতে ১৪ পোটলা হতে প্রতি পোটলায় ৫০ পিস করে মোট ৭০০ পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা উদ্ধার ও জব্দ করে। অতঃপর আজ শনিবার ১২ সেপ্টেম্বর ২০২০ ইং উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান শেষে উপ পরিদর্শক (গোয়েন্দা) মোহাম্মদ টিপু সুলতান কতৃক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানাযায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করে। আসামি একজন ইয়াবা ব্যবসায়ী।
আসামীর বিরুদ্ধে কোতোয়ালি সিএমপি থানার মামলা নং ২৩,রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় ।