বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:৫৬ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

চট্টগ্রামে পাকস্থলী হতে ইয়াবা উদ্ধার, আটক ১ ।


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম গোয়েন্দা টিম, চট্টগ্রাম মহানগরীর কাজীরদেউরী মোড়ে অভিযান চালিয়ে আবুল হোসেন (২৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে, সে মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানার, পশ্চিম শিমুলীয়া গ্রামের, লাল মিয়ার ছেলে ।
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ ১১.৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কাজীরদেউরী মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় । তার কথাবার্তা অসংলগ্ন হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি স্বীকার করে যে,সে স্কচটেপ মোড়ানো ছোট পোটলায় ৭০০/- ইয়াবা সেবন করেছে। ইয়াবার পোটলা গুলো তার পাকস্থলীতে রয়েছে। অতঃপর আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দাযের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়। অতঃপর দীর্ঘ ৪৮ ঘন্টা পর চিকিৎসার মাধ্যমে তার পাকস্থলী হতে ১৪ পোটলা হতে প্রতি পোটলায় ৫০ পিস করে মোট ৭০০ পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা উদ্ধার ও জব্দ করে। অতঃপর আজ শনিবার ১২ সেপ্টেম্বর ২০২০ ইং উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান শেষে উপ পরিদর্শক (গোয়েন্দা) মোহাম্মদ টিপু সুলতান কতৃক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানাযায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা সংগ্রহপূর্বক দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রয় করে। আসামি একজন ইয়াবা ব্যবসায়ী।
আসামীর বিরুদ্ধে কোতোয়ালি সিএমপি থানার মামলা নং ২৩,রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়