শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসাপুরা ইউনিয়নের কালির বাজারে পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ১১ সেপ্টেম্বর ২০২০ইং শুক্রবার কালির বাজারে পাবলিক টয়লেট নির্মাণ কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম মাহবুবুর রহমান।
প্রায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে পাবলিক টয়লেট নির্মাণ কাজ করা হচ্ছে।
উদ্বোধনকালে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল স্থানীয় জনগণ ও স্থানীয় নেতৃবৃন্দ,
উপস্থিত জনগণকে সামনে রেখে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল হক বকুল, ইছাপুরা ইউনিয়ন বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সংসদ সদস্য জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়কে কৃতজ্ঞচিত্তে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।