শুক্রবার, ২৬ মে ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভবনের ৬ষ্ঠ তলার উদ্বোধন করেন মোকতাদির চৌধুরী এমপি ।


ব্রাহ্মণবাড়িয়া (সদর- বিজয়নগর ) ৩ আসনের সংসদ সদস্য এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, রাষ্ট্রের চতুর্থ স্থম্ভ হিসেবে সাংবাদিকদের গুরুত্ব অপরিসীম বর্তমান সরকার সাংবাদিকদের পূর্ন স্বাধীনতায় বিশ্বাস করে।

বৃহস্পতিবার (১০ই সেপ্টেম্বর, ২০২০) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব ভবনের ৬ষ্ঠ তলার উদ্বোধন করেন ।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রæত অর্থায়নে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের বহুতল বিশিষ্ট ভবন নির্মানকাজ সু-সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি প্রেসক্লাবের কৃতজ্ঞতা ফলক উম্মোচন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার। প্রেসক্লাবের সর্বস্তরের সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন, সাংবাদিকদের কলম অনেক শক্তিশালী। বর্তমান সরকার সাংবাদিক কল্যান ট্রাস্টের মাধ্যমে করোনা পরিস্থিতিতে সারা দেশে সাংবাদিকদের আর্থিক সহায়তা করেছেন। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসম্প্রদায়িক কল্যানময় রাষ্ট্র গঠনে সাংবাদিকদের কাজ করার আহবান জানান।
সাংবাদিক নির্যাতনে যারা জড়িত তাদেরকে আমরা ঘৃনা করি। আমরা পূর্বে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ছিলাম, এখনো আছি এবং সব সময় থাকব।

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের পক্ষ থেকে মোকতাদির চৌধুরী এমপিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্য পদ প্রদান করা হয় ও আজীবন সদস্যের সার্টিফিকেট তাঁর হাতে তুলে দেয়া হয়।
উল্লেখ্য- মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া অর্থ ও প্রেসক্লাবের নিজস্ব অর্থায়নে প্রেসক্লাব ভবনের ৬ষ্ঠ তলার নির্মান কাজ শেষ হয়। এর আগে ও প্রধানমন্ত্রীর দেয়া ৫৬ লাখ টাকায় প্রেসক্লাবের বহুতল বিশিষ্ট ভবনের নির্মানকাজ করা হয় ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়