শুক্রবার, ২৬ মে ২০২৩, ০২:১৪ পূর্বাহ্ন
আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংক প্রকল্প পরিদর্শনে রেলপথ মন্ত্রী ।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় পরিদর্শনে আসা রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম (সুজন) বলেন, আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংকের (বাংলাদেশ অংশ) কাজ প্রায় ৫০ শতাংশ শেষ হয়েছে, বাকী কাজটুকু ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত শেষ হবে বলে জানান ।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন এলাকায় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংক প্রকল্পের কাজ পরিদর্শন করেন ।
মন্ত্রী বলেন , এই রেলপথটি আমাদের দুই দেশের জন্য গুরুত্বপূর্ণ। এই রেলপথটি নির্মিত হলে দুই দেশের ব্যবসা-বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটবে। এতে রেলওয়ের পূর্বাঞ্চলে যাত্রী ও পণ্য পরিবহনে ব্যাপক পরিবর্তন হবে। দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে। প্রায় ২৪০ কোটি ৯০ লাখ ৬৩ হাজার টাকা ব্যায়ে নির্মিত হচ্ছে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংক (বাংলাদেশ অংশ)। ভারত সরকারের অর্থায়নে প্রকল্পের কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। সাড়ে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা রেলপথের সাড়ে ৬ কিলোমিটার বাংলাদেশ অংশে। বাকি চার কিলোমিটার ভারত অংশে। চলতি বছরের ২৯ জানুয়ারী প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বর্ষা মৌসুম ও করোনাভাইরাসের কারণে নির্ধারিত সময়ে কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সেজন্য প্রথম দফায় চলতি বছরের ১৩ মে পর্যন্ত সময় বাড়ানো হয়। করোনাভাইরাস পরিস্থিতি ও কাজের অগ্রগতি বিবেচনায় দ্বিতীয় দফায় আগামী বছরের জুন মাস পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে ।
এর আগে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার, কসবা রেল ষ্টেশনে নির্মানাধীন ডবল লাইনের কাজ পরিদর্শন করেন ।
এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলওয়ে লিংক (বাংলাদেশ অংশ) প্রকল্পের পরিচালক মো. সুবক্ত গীন, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশি, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামছুজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ভুঁইয়া , পৌর মেয়র মো: তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরে আলম ,আখাউড়া থানা অফিসার ইনচার্জ রসুল আহমেদ নিজামী, বাংলাদেশের রেলওয়ের উধ্বর্তন কর্মকর্তা , রাজনৈতিক নেতৃবৃন্দ , এলাকার জনগন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।