শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম হাটহাজারী কলেজ গেইটের সামনে চট্টগ্রাম – রাঙ্গামাটি মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশী কালে অভিজিৎ চৌধুরী (৩০) কে আটক করে, সে চট্টগ্রামের, আকবর শাহ থানার, উত্তর কাট্রলী গ্রামের বিশ্বজিৎ চৌধুরী ও চুমকি চৌধুরীরর ছেলে ।
আজ রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২০ ইং দুপুর প্রায় ১২:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম হাটহাজারী কলেজ গেইটের সামনে চট্টগ্রাম – রাঙ্গামাটি মহাসড়কের উপর তল্লাশীপূর্বক ঢাকা মেট্রো ব-১৪-৩৮৩৫ পাহাড়িকা যাত্রীবাহী বাস হতে ২০ লিটার মদ সহ আসামী অভিজিৎ চৌধুরী (৩০), অস্থায়ী ঠিকানা- ঈশান মহাজন সড়ক, সেনবাড়ী, সিটি কলেজ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন, ১০ নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কে তল্লাশীপূর্বক সংরক্ষণ ও বহনের অপরাধে তল্লাশিপূর্বক আটক করে। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় ।