শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

২০ লিটার মদ সহ অভিজিৎ চৌধুরী আটক ।

মদ সহ অভিজিৎ চৌধুরী


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম হাটহাজারী কলেজ গেইটের সামনে চট্টগ্রাম – রাঙ্গামাটি মহাসড়কের উপর তল্লাশী চৌকি স্থাপন করে তল্লাশী কালে অভিজিৎ চৌধুরী (৩০) কে আটক করে, সে চট্টগ্রামের, আকবর শাহ থানার, উত্তর কাট্রলী গ্রামের বিশ্বজিৎ চৌধুরী ও চুমকি চৌধুরীরর ছেলে ।
আজ রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২০ ইং দুপুর প্রায় ১২:৩০ ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম ক-সার্কেল (হাটহাজারী) এর একটি টিম হাটহাজারী কলেজ গেইটের সামনে চট্টগ্রাম – রাঙ্গামাটি মহাসড়কের উপর তল্লাশীপূর্বক ঢাকা মেট্রো ব-১৪-৩৮৩৫ পাহাড়িকা যাত্রীবাহী বাস হতে ২০ লিটার মদ সহ আসামী অভিজিৎ চৌধুরী (৩০), অস্থায়ী ঠিকানা- ঈশান মহাজন সড়ক, সেনবাড়ী, সিটি কলেজ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন, ১০ নং ওয়ার্ড, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, কে তল্লাশীপূর্বক সংরক্ষণ ও বহনের অপরাধে তল্লাশিপূর্বক আটক করে। তার বিরুদ্ধে হাটহাজারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়