শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমান মাদক সহ ওবাইদুল্লাহকে আটক করেছে র্যাব ১৪ সিপিসি-৩, । সে উপজেলার হরষপুর ইউনিয়নের পাউকপাড়া গ্রামের মৃত- শহিদুল্লাহর ছেলে ।
যুব সমাজ তথা বাংলাদেশ’কে মাদকের ভয়াল থাবা, থেকে রক্ষার জন্য দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে র্যাব।
সে বিজয়নগর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ।
রবিবার ১৩ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ০৬.৩০ ঘটিকায় বিজয়নগর থানার পাইকপাড়া এলাকার আসামী ওবাইদুল্লাহ এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে বসত ঘর হইতে ৫০ কেজি গাঁজা, ১১ বোতল ফেন্সিডিল , ০৩ বোতল স্কাফ, ০১ ক্যান বিয়ার উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ১৫,২৯,০০০/- টাকা।
ধৃত আসামী ওবায়দুল্লাহর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের হয়েছে।