শুক্রবার, ২৬ মে ২০২৩, ১০:১৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মহিলাদের আত্ম- কর্মসংস্থান ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এর ব্যবস্থাপনায় ব্লক ও বাটিক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেন। এ প্রশিক্ষণে সহায়তায় করেন, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি ( জাইকা)
১৪ সেপ্টেম্বর সোমবার ২০২০ ইং উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাতের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসিমা মকয় আলী , বিশেষ অতিথি ছিলেন সাবিত্রী রানী, উপসহকারী কর্মকর্তা ভূমি জনাব মাহবুবুর রহমান মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব নিরুপমা, উপস্থিত শিক্ষার্থীবৃন্দ
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কেএম ইয়াসির আরাফাত উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মহিলাদের আত্ম-কর্মসংস্থানের এবং আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণের বিকল্প নেই, এ প্রশিক্ষণ গ্রহণের পর নিজের এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে সামান্যতম হলেও এর ভূমিকা থাকবে।
উল্লেখ্য ১৪ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর ২০২০ ইং মোট ৭ দিন পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে।