বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:৫২ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

বিজয়নগরে দোকান বাকী না দেওয়ায় আগুনে ঘর পুরে ছাই ।

পুড়া ঘর


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় চম্পকনগর ইউনিয়নের গোপলপুর গ্রামের , ( শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম ) সংলগ্ন দক্ষিণ পার্শে দোকান ঘর দুবৃত্তের দেওয়া আগুনে সমাপূর্ণ পুরে ছাই হয়ে গেছে ।
গত ২ সেপ্টেম্বর বুধবার রাত প্রায় ০১ টায় এ ঘটনা ঘটে ।
সরে জমিনে গিয়ে দেখা যায় , (শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম ) এর দক্ষিণ পার্শে চম্পকনগর – আউলিয়া বাজার রাস্তা সংলগ্ন দক্ষিণ পার্শে পোড়া দোকানের অবশিষ্ট ধংসাবশেষের ছাইয়ের দেখা মেলে । আমাদের উপস্থিতি টের পেয়ে দোকান ঘরের মালিক আল আমিন চৌধুরী দৌরে এসে আহাজারি করে বলেন,বাকীতে দোকানের মালামাল বিক্রি না করায় কামাল চৌধুরী ও তার ছেলে মহিন চৌধুরী আমার ঘরে আগুন লাগিয়েছে । তিনি আরো জানান ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাত প্রায় ১০ টায় কামাল চৌধুরী সঙ্গীয় ৪/৫ জন লোক সমেত দোকান মালামাল বাকী চায় , পূর্বের ৩০০০ ( তিন হাজার) টাকা পরিশোধ না করায় আমি অপারগতা জানাই এতে সে ক্ষিপ্ত হয়ে দোকান পুড়িয়ে ফেলার হুমকি দেয়। কামাল চৌ: এলাকার অত্যন্ত প্রভাবশালী হিং¯্র লোক ,তার হুমকিতে আতঙ্কিত হয়ে ,ঐ দিন থেকেই ছোট দুটি বাচ্ছা সহ বউ নিয়ে দেকানে থাকার ব্যবস্থা করি । পরেরদিন রাতে বউ বাচ্ছা সহ দোকানে ঘুমন্ত অবস্থায় রাত অনুমান ২ টায় আগুন দেখে দ্রুত বের হওয়া মাত্রই কামাল চৌ: ও তার ছেলে আমাদের উপর চড়াও হয় এতে আমি আমার বউয়ের সোর চিৎকারে আশেপাশের লোকজন আগুন নেভাতে আসাতে থাকলে আসামীরা চলে যায় আর ততক্ষনে দোকান পুড়ে ছাই । কথা বলার ফাকে আল আমিনের মা (বয়োবৃদ্ধ) রেজিয়া খাতুন, বোন –-সুইটি আক্তার – বউ – শুভা ,পরিবারের লোকজন সহ পার্শবর্তী লোকজন এসে বুক চাপড়ে আহাজারি করে দোকান পোড়াার ন্যায় বিচার দাবি করেন ।
এ ব্যাপরে সুইটি আক্তার বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২ জনকে আসামী করে মামলা দায়ের করেন নং- ২৫১/২০২০ ইং এবং তা তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিজয়নগর থানার অফিসার ইনচার্যকে দায়িত্ব দেন ।
এ বিষয়ে অফিসার ইনচার্য বিজয়নগর মো:- আতিকুর রহমান জানান – তদন্ত সাপেক্ষে যাচাই বাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়