শুক্রবার, ২৬ মে ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও শিক্ষা বিষয়ক উপজেলা পরিষদ এর স্হায়ী কমিটির সভাপতি জনাব মোঃ মাহামুদুর রহমান মান্না এর সভাপতিতে ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে, এরং স্থানীয় সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি ( জাইকা ) এর অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন হয় ।
সোমবার ১৪ সেপ্টেম্বর২০২০ ইং সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয় ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর জনাব কে এম ইয়াসির আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাবিত্রী রাণী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার সহ অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও জনাব কে এম ইয়াসির আরাফাত বলেন, বর্তমান সরকারের ঘোষিত ২০৪১ সালে উন্নত দেশের পরিণত করতে তথ্য প্রযুক্তির সদ্ব্যবহারের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে আজকের এই প্রশিক্ষণ মাইলফলক হিসেবে কাজ করবে।
পরে বাংলাদেশ স্কাউট, বিজয়নগর শাখার সভা অনুষ্ঠিত হয়।