বুধবার, ৩১ মে ২০২৩, ০৫:৫৪ পূর্বাহ্ন
বিজয়নগরে আয়েশা ও তায়েবার শাপলা ফুল তুলা হলো না ।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর পূর্বপাড়ায় বর্ষার পানিতে ডুবে আয়েশা আক্তার (৬) ও তায়েবা খাতুন(৭) নামক দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা পাহাড়পুর পূর্বপাড়ার আয়েশা আক্তার- ইদ্রিস খাঁনের ও তায়েবা খাতুন- আইয়ুব খাঁনে মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বও ২০২০ ইং দূপুর ১২:৪৫ মিনিটে বাড়ির পাশে বর্ষার পানিতে শাপলা ফুল তুলতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।এতে দুটি পরিবারে শোকের মাতম নেমে আসে।
নিহতদের চাচাত ভাই মোঃ মতিন জানান,আয়েশা ও তায়েবা সহ পাড়ার আরো দুই শিশু বাড়ির পূর্বপাশে বর্ষার পানিতে শাপলা ফুল তুলতে যায়। আমি বাড়ির পাশে বসে ছিলাম।কিছুক্ষণ পরে বাকি দুজন এসে বলে আয়েশা ও তায়েবা পানিতে ডুবে গেছে।শুনে সঙ্গে সঙ্গে আমি দৌড়ে যাই এবং খুঁজাখুঁজি করে পানির নিছ থেকে তাদের নিথর দেহগুলো হাতে পেয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।
আউলিয়া বাজার তদন্ত ফাঁড়ির এস,আই কবির খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।