সোমবার, ০৫ Jun ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বিভিন্ন খেলার মাঠে খেলোয়ারদের মাঝে ,ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিজয়নগর উপজেলা খেলোয়ার কল্যাণ পরিষদ’এর সভাপতি এম অলি আহমেদের নিজস্ব অর্থায়নে জার্সি বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৮ সেপ্টেম্বর ২০২০ইং বিকেলে ইউনিয়নের মুকুন্দপুর ও ভিটিদাউদপুর খেলার মাঠে খেলোয়ার’দের উৎসাহিত করতে তাদের মাঝে এ জার্সি বিতরণ করেন ।
এ উপলক্ষে দুই মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। দুই ফুটবল ম্যাচে প্রতিদ্ব›িদ্বতা করেন যথাক্রমে – মুকুন্দপুর মাঠে (পাহাড়পুর বনাম মুকুন্দপুর) ও ভিটিদাউদপুর মাঠে (ভিটিদাউদপুর বনাম আখাউড়া) ফুটবল একাদশ । মুকুন্দপুর মাঠের প্রীতি ম্যাচের উদ্ভোধন করেন এম অলি আহমেদ।
ক্রিড়া পৃষ্ঠপুষক এম অলি আহমেদ বলেন – ক্রীড়াঙ্গনে তরুণ সমাজকে উৎসাহিত করার মাধ্যমে সামাজিক অভক্ষয় ও মাদক মক্ত সমাজ গড়া সম্ভব তার এ প্রয়াস অব্যাহত রাখবেন। এ সময় তিনি আরো বলেন,তরুণদেরকে খেলাধুলায় অনুপ্রাণিত করতে হবে.এ জন্য প্রত্যেক অভিভাবক নিজ নিজ সন্তানকে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ করার জন্যে সকল অভিভাবকের প্রতি আহ্বান জানান।
খেলোয়াদের মাঝে জার্সি বিতরণ কালে উপস্থিত ছিল অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।