বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক ২০২০ নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেক রহিম বিজন সহ কার্যকরি কমিটির সকল বিজয়ীদের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে তাঁদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
অভিনন্দন বার্তায় তিনি বলেন, নব-নির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ ঐতিহ্যবাহি ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভাবমুর্তি অবিস্মরনীয় ভূমিকা রাখবে। সাংবাদিকদের অধিকার রক্ষা এবং এ পেশার মান উন্নয়নে বলিষ্ট পদক্ষেপ গ্রহণ করবেন। যারা এ বছর বিজয়ী হতে পারেনি তাদেরকেও গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামীতে একযোগে কাজ করার আহবান জানান। তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি ক্লাবের সকল সদস্যের মঙ্গল কামনা করেন।