বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ০১:২২ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেকার যুবকদের কর্মস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের করা হয়েছে।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে ও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুব উন্নয়ন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, সমাজসেবা অফিসার আফরোজা বেগম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রশিক্ষণার্থীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।