শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালায় কর্তৃক প্রতিবন্ধী শিক্ষার্থী ও অনগ্রসর জনগোষ্টির ছেলে – মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির চেক বিতরণ অনুষ্টানের আয়োজন হয় ।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে ও সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুনের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না,মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানী।
মোট ২১৫ জন ছাত্র – ছাত্রী প্রত্যেককে বাৎসরিক ১০,০০০/= টাকার চেক বিতরণ করা হয়। প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে ৪ স্থরে ও অনগ্রসর জনগোষ্টির ছেলে – মেয়ে শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ৪ স্থরে দেওয়া হয় । বিতরণকৃত মোট টাকার পরিমাণ প্রায় ২১ লক্ষ ৫০ হাজার ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-, সমাজসেবা অফিসার আফরোজা বেগম ,মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, যুব উন্নয়ন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন , সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, চেক গ্রহণ করতে আসা প্রশিক্ষণার্থীবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।