শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক অায়োজিত জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন ২০২০ উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভায় অনুষ্ঠিত হয়
আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ ইং উপজেলা নির্বাহি অফিসার বিজয়নগর জনাব কে. এম. ইয়াসির আরাফাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠান পরিচালিত হয়।
প্রধান অতিথি জনাব কে. এম. ইয়াসির আরাফাত।( ইউএনও) বলেন, কোভিড ১৯ সংক্রমণজনিত প্যানডেমিক এর কারণে এবার ৪ টা অক্টোবর হতে ১৬ অক্টোবর পর্যন্ত সারাদেশের ন্যায় বিজয়নগরে ০৬ মাস হতে ৬০ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস টিকা প্রদান কর্মসূচি সফল করতে জনপ্রতিনিধি, সরকারি কর্মচারী, শিক্ষক, পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গ্রাম পুলিশ, কমিউনিটি সেন্টার,সহ সকলকে স্বাস্থ্যবিধি মেনে অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে সকলকে সচেতন করতে হবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা শিক্ষা অফিসার, বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসারগণ,চম্পকনগর পুলিশ ফাড়ির ইনচার্জ,টিকা প্রদান কর্মসূচি সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ এর কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
পরে ইউএনও জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করেন।