শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় মাদক সহ ৪ জনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
২৩/০৯/২০২০ ইং তারিখ ১৯.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব পৌরসভার সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আটক করা হয় ।
তাহারা হলেন আসামী ১। মোঃ শাহীন (৩০), পিতা-মৃত কালা মিয়া, সাং-চন্ডিবের মধ্যপাড়া, ২। রজব আলী @ মান্নান (৫১), পিতা-মৃত আঃ খালেক, সাং-কমলপুর (নিউটাউন), ৩। মোঃ ফারুক মিয়া (৪৬), পিতা-মৃত ইদন মিয়া, সাং-কমলপুর (আমলাপাড়া), ৪। সারোয়ার মিয়া (১৯), পিতা-জয়নাল আবেদীন, সাং- ভৈরব বাজার (আওয়ামীলীগ অফিস রোড), সর্ব থানা-ভৈরব, জেলা- কিশোরগঞ্জ ।
ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক চক্রের সন্ধান পায় এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে । আটককৃত ব্যক্তিদের তল্লাশী করিয়া ০৩ বোতল দেশী ভদকা মদ উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।