শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন

খবরের শিরোনাম:
বিজয়নগরের ইউএনও এর বিরুদ্ধে চুরি,ছিনতাইয়ের অভিযোগে কোর্টে মামলা। বিজয়নগরে ভ্রাম্যমান আদালতে ব্যাটারি জব্দ ও কারাদণ্ড প্রদান। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরের বুধন্তি ইউপিতে যুবদলের ওয়ার্ড কমিটি গঠন। বিজয়নগরে মাদকসহ সেই শিবলু গ্রেফতার। বিজয়নগরে গাঁজা সহ ১ জন গ্রেফতার,মাইক্রোবাস জব্দ। বিজয়নগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন নেতৃবৃন্দের পুষ্পার্ঘ অর্পণ। ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের নবনির্মিত চতুর্থ তলা ভবনের উদ্বোধন ও নবীন বরণ। বিজয়নগরে ধান গাছের সাথে এ কেমন শত্রুতা। বিজয়নগরে ৩০ কেজি গাাঁজাসহ সেই আব্দুল্লাহ্ গ্রেফতার।

ভৈরবে ভেজাল মসলা সহ আটক ৩ ।


কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পুরাতন ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিলে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে র‌্যাব-১৪ ।
তাহারা হলেন ১। মোঃ আবুল হাসেম (৬০), পিতা-মৃত শামসু মিয়া, ২। মোঃ সাইফুল ইসলাম (২২), পিতা-মোঃ আবুল হাসেম, উভয় সাং-পঞ্চবটি, ৩। মোসাঃ সেরেনা (৩৫), স্বামী- হুমায়ুন কবির, সাং-নবীপুর, সর্ব থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ ।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৮.৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজাররস্থ পুরাতন ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিল হতে তাদেরকে আটক করা হয় ।
র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজারস্থ পুরাতন ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিলে কতিপয় অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিন্মমানের বিভিন্ন প্রকার খাবারের মসলার সাথে মানবদেহের জন্য ক্ষতিকারক রং, চালের কুড়া, পঁচা ডালের গুঁড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরী করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন দ্বয়ের নেতৃত্বে ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি আভিযানিক দলএ অভিযান পরিচালনা করে মেঘনা মসলা মিল তল্লাশি করে বিভিন্ন প্রকারের ভেজাল মসলা মরিচের গুড়া-৯৫৫ কেজি, হলুদের গুড়া-৬০০ কেজি, ধনিয়ার গুড়া-৭০৫ কেজি, ডাল-১০০ কেজি, শুকনা মরিচ-৩০ কেজি, হলুদ রং ও লাল রং-৩৩০ গ্রাম উদ্ধার করে জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৫,৮২,২৫০/- টাকা।

ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এই নিউজটি আপনার ফেসবুকে শেয়ার করুন

© সর্বস্বত্ত সংরক্ষিত bijoynagartv ওয়েবসাইটের কোন তথ্য কপি করা আইনত দণ্ডনীয়।
Developer: DesigUs
error: ওয়েবসাইটের তথ্য কপি করা আইনত দণ্ডনীয়