শনিবার, ২৭ মে ২০২৩, ০৩:২০ পূর্বাহ্ন
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার পুরাতন ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিলে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করেছে র্যাব-১৪ ।
তাহারা হলেন ১। মোঃ আবুল হাসেম (৬০), পিতা-মৃত শামসু মিয়া, ২। মোঃ সাইফুল ইসলাম (২২), পিতা-মোঃ আবুল হাসেম, উভয় সাং-পঞ্চবটি, ৩। মোসাঃ সেরেনা (৩৫), স্বামী- হুমায়ুন কবির, সাং-নবীপুর, সর্ব থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জ ।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৮.৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজাররস্থ পুরাতন ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিল হতে তাদেরকে আটক করা হয় ।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন ভৈরব বাজারস্থ পুরাতন ক্যাম্প ঘাট এলাকার মেঘনা মসলা মিলে কতিপয় অসাধু ব্যবসায়ী অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নিন্মমানের বিভিন্ন প্রকার খাবারের মসলার সাথে মানবদেহের জন্য ক্ষতিকারক রং, চালের কুড়া, পঁচা ডালের গুঁড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরী করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন দ্বয়ের নেতৃত্বে ভৈরব র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দলএ অভিযান পরিচালনা করে মেঘনা মসলা মিল তল্লাশি করে বিভিন্ন প্রকারের ভেজাল মসলা মরিচের গুড়া-৯৫৫ কেজি, হলুদের গুড়া-৬০০ কেজি, ধনিয়ার গুড়া-৭০৫ কেজি, ডাল-১০০ কেজি, শুকনা মরিচ-৩০ কেজি, হলুদ রং ও লাল রং-৩৩০ গ্রাম উদ্ধার করে জব্দ করা হয়।
জব্দকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ৫,৮২,২৫০/- টাকা।
ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করা হয়েছে।