বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানাধীন শেরপুর এলাকা থেকে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১৪ সিপিসি – ৩ , ভৈরব ক্যাম্প ।
আজ রবিবার ২৭ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ০৭.৩০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন উত্তর শেরপুর গ্রামস্থ আল মারওয়া শপিং মল এন্ড লাইব্রেরীর সামনে পাকা রাস্তার উপর এক অভিযান পরিচালনা করে ১। মোঃ হারুন মিয়া (৩৩), পিতা- আব্দুল সাত্তার, সাং-গিলাতলী, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ, ২। মোঃ আব্দুস সালাম (৫০), পিতা-আব্দুল কাদির, সাং-বিটি দাউদপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এ দুই জনকে আটক করে র্যাব সদস্যরা ।
“বাংলাদেশ আমার অহংকার” এই ¯েøাগান নিয়ে র্যাব যুব সমাজ তথা বাংলাদেশ’কে মাদকের ভয়াল থাবা, অন্যান্য গুরুতর অপরাধ আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে সিএনজি ও মটর সাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া সদরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে ।
উক্ত তথ্যের ভিত্তিতে উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার সদর থানাধীন উত্তর শেরপুর গ্রামস্থ আল মারওয়া শপিং মল এন্ড লাইব্রেরীর সামনে পাকা রাস্তার উপর তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন এবং পূর্বে সংবাদ প্রাপ্ত সিএনজি ও মটর সাইকেলটি তল্লাশী চৌকির নিকট আসলে থামিয়ে তল্লাশী করে (ক) ৩৫১ বোতল ফেন্সিডিল, (খ) ০১টি সিএনজি, (গ) ০১ টি মটর সাইকেল, (ঘ) মাদক বিক্রর নগদ ৮৫০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামতের আনুমানিক বাজার মূল্য ১১,৬০,৫০০/- টাকা।
ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর মডেল থানায় প্রচলিত ধারায় মামলা দায়ের করেন।