বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ১০:৪৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে-২০২০ উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয় ।
সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২০ ইং সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভার আয়োজন করা হয়। সঙ্কটকালে তথ্য পেলে জনগণের মুক্তি মিলে ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে . উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার জনাব কে এম ইয়াসির আরাফাত ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,তথ্য পাওয়া নাগরিকের অধিকার। অবাধ তথ্য প্রবাহ ও ব্যাপক প্রচারনার কারণে বিজয়নগরে কোভিড-১৯ মোকাবিলায় জনগণ অধিকতর সচেতন হয়েছে।ফলে আক্রান্ত ও মৃত্যুহার তুলনামূলক বিজয়নগরে কম।এজন্য প্রশাসন,ডাক্তার,পুলিশসহ সংশ্লিষ্ট সকল সরকারি কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দকে ধন্যবাদ জানাই।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শাহনাজ পারভীন , বিশেষ অতিথি উপস্থিত ছিলেন জনাব সাবিত্রী রাণী , মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ । অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার,সরকারের বিভিন্ন দপ্তর প্রধান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষে উপজেলা প্রশাসন বিজয়নগর কর্তৃক আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা ও মিষ্টি বিতরণ করা হয়।