মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৭:১১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আক্তার নগর বাজারে ১০/১২ দোকান ঘর অগ্নিকান্ড ব্যাপক ক্ষতিসাধিত হয়েছে।
জানা যায়,২৮ সেপ্টেম্বর সোমবার রাত ১০.১৫ ঘটিকায় বুড়িশ্বর আক্তার নগর বাজারের মসজিদের পশ্চিম পার্শ্ববর্তী দোকান ঘর থেকে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। অগ্নিকাণ্ড বাজারের বিভিন্ন মুদিমালের দোকান,চা’ দোকান সহ প্রায় ১২ টি দোকান সম্পূর্ণ ভষ্মিভুত হয়ে যায়। ঘটনার সংবাদ পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিস ঘটনার স্থলে যান এবং ঘন্টা ব্যাপী তাদের সার্বিক চেষ্টায় অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহম্মদ জানান, আমি সংবাদটি পাওয়া মাত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীকে অবগতি করি ও ২৯ সেপ্টেম্বর নির্বাহী কর্মকর্তাকে সাথে নিয়ে ঘটনার স্থল পরিদর্শন করবেন।