বুধবার, ৩১ মে ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন
কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় পৃথক দুটি অভিযানে ৭৬.৫ লিটার চোলাই মদ সহ ১২ জনকে আটক করেছে র্যাব- ১৪ , সিপিসি – ৩ , ভৈরব ক্যম্পের সদস্যরা ।
তাহারা হলেন ১। মোঃ আপন মিয়া (৫২), পিতা-মোঃ আংগুর মিয়া, সাং-লক্ষীপুর, ২। মোখলেছ (পাগলা) (৪৫), পিতা-মৃত রমজান মিয়া, সাং-চন্ডিবের, উভয় থানা- ভৈরব, ৩। নয়ন মিয়া (৩০), পিতা-মোঃ কাদের মিয়া, গ্রাম-কাঠালিয়া, থানা-সদর, সর্ব জেলা- কিশোরগঞ্জ, ৪। মোঃ জায়েদুল হক (৪৮), পিতা- নুর আহম্মদ, সাং -আমলাপুর, থানা-বেলাবো, ৫। মোঃ ইকবাল (৩৪), পিতা-মোঃ খোরশেদ আলম, সাং- ছোটাবন, থানা-শিবপুর, উভয় জেলা-নরসিংদী, ৬। জীবন চন্দ্র রায় (৩২), পিতা-সুনীল চন্দ্র রায়, সাং – ঠ্যাঙ্গবর, থানা-হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ, ৭। মোঃ খালেদ মিয়া (৩৬), পিতা-মৃত মজিবুর রহমান, সাং-পঞ্চবটি, ৮। মোঃ খুরশীদ (৬৭), পিতা-মৃত করম আলী মিয়া, সাং-ঘোড়াকান্দা, ৯। মোঃ ফরিদ মিয়া (৫৭), পিতা-মৃত নিব্যাসা মিয়া, ১০। মোঃ খোকন (৫৫), পিতা-মৃত আলাল মিয়া, উভয় সাং- ভৈরবপুর (উত্তর পাড়া), ১১। মোঃ নাসির (৩০), পিতা-মৃত মকবুল মিয়া, সাং-চন্ডিবের, সর্ব থানা- ভৈরব, জেলা কিশোরগঞ্জ, ১২। মোঃ শাহ আলম (৫৪), পিতা-মৃত নুর আলী, সাং-দাতিয়ারা, থানা-সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া ।
মাদকের ভয়াল গ্রাস থেকে দেশ ও যুব সমাজকে রক্ষায় র্যাব নিরলস কার্যক্রম পরিচালনা করছে।
র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরী করে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে ।
এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে ।
২৯ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ২০.৪৫ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন পাওয়ার হাউজ কলোনীর জণৈক মানিক লালের বসত ঘরের সামনে এবং ঐ দিনই ২১.৫০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন রানীবাজারস্থ মাছ বাজারের বাদশা স্টোরের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয় ।
গ্রেফতারকৃত আসামীদের দখল হইতে (ক) ৭৬.৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।