শুক্রবার, ২৬ মে ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ মাস অক্টোবর -২০২০ উপলক্ষ্যে ক্ষুদ্র পরিসরে সামাজিক দূরত্ব বজায় রেখে ও উপস্থিত সবার মুখে মাস্ক পরিধান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিজয়নগরের আয়োজনে র্যাালী ও সমাবেশের আয়োজন করা হয় ।
আজ বৃহস্পতিবার ১লা অক্টোবর ২০২০ ইং সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম ইয়াসির আরাফাত, উপজেলা প্রকৌশলী মো: আনিছুর রহমান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর জাহান, সমাজসেবা অফিসার আফরোজা আফরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোস্তাাফিজুর রহমান উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ ,
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর মাঠ পর্যায়ের সকলে , সুশীল সমাজের নেতৃবৃন্দ , এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।