বুধবার, ৩১ মে ২০২৩, ০২:৪২ অপরাহ্ন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম. খ-সার্কেল (পটিয়া) এর একটি টিম অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা সহ দাদন মিয়া (৩৭) নামের একজনকে আটক করেছে ।
আজ শুক্রবার ২ অক্টোবর ২০২০ ইং তারিখ সকাল প্রায় ১০:৩০ ঘটিকায় , উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক জনাব সাইফুল ইসলাম এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চট্টগ্রাম খ-সার্কেল(পটিয়া) এর একটি টিম ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা সহ আসামী- মোঃ দাদন মিয়া (৩৭), পিতা- মরন আলী সর্দার, মাতা- খঞ্জন বেগম, সাং-ঢালী কান্দি (মরন আলীর বাড়ী), ওয়ার্ড নং-০৪, কোদালপুর ইউনিয়ন পরিষদ, থানা- ঘোষের হাট, জেলা-শরিয়তপুর কে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ থানাধীন বি জি সি ট্রাস্ট মেডিকেল কলেজের বিপরীত পার্শ্বে আসামীর দেহ তল্লাশীপূর্বক ইয়াবা জব্দ করা হয়।
সংরক্ষণ ও বহনের অপরাধে আটক করে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয় ,